FUNNY POST
🤲
👀࿐এতো ঢং বাদ দিয়ে-Ego-বাদ দিয়ে ogo বলে ডাকো😁
-আমি Kigo বলে সাড়া দিবো❞࿐
😼࿐
আমাদের দাদুদের শক্তি
"দাদুরা আজও সেই ছোটবেলার মতো শক্তিশালী! বাসায় একটা মশা ঢুকলে দাদু এমন ভাবে তাকায়, মনে হয় মশা নিজেই ক্ষমা চেয়ে চলে যাবে।"
বন্ধুর ফেসবুক পোজ
"ফেসবুকে যখন বন্ধু ছবি আপলোড করে—সে মনে করে যেন ফিল্মের হিরো। ক্যাপশন দেয়: 'মাই লাইফ, মাই রুলস'। অথচ বাস্তবে, জীবনের একমাত্র রুল হলো মায়ের হাতের ঝাড়ু থেকে বাঁচা!"
বাংলা মা-এর ভয়
"আমার মা একটাই ভয় পায়—তোমার বাবা জেনে যাবে! অথচ বাবাকে ভয় দেখানোর কোনো কিছুই ঘটেনি, কারণ মা নিজেই তো সব আগেভাগেই সামলে নেন!"
মোবাইল চার্জারের গল্প
"মোবাইলের চার্জ যখন ৫% হয়, তখন মনে হয় জীবনের সব চ্যালেঞ্জ একসাথে এসে পড়েছে! তখন তো চার্জারটাই সুপারহিরো মনে হয়!"
পরীক্ষার আগে প্রার্থনা
"পরীক্ষার আগে সবার মনে একটাই প্রার্থনা: 'হে ভগবান, যে টপিকটা পড়িনি, সেটাই যেন কমন আসে।' আর পরীক্ষার হলে গিয়ে বুঝি, ঠিক যা পড়িনি, সেটাই পুরো পরীক্ষার প্রশ্নপত্র!"
0 Comments