মশা নিয়ে কিছু মজার পোস্ট তোমার জন্য:

 FUNNY POST



🤲

👀࿐এতো ঢং বাদ দিয়ে
-Ego-বাদ দিয়ে ogo বলে ডাকো😁
-আমি Kigo বলে সাড়া দিবো❞࿐
😼࿐

  • আমাদের দাদুদের শক্তি
    "দাদুরা আজও সেই ছোটবেলার মতো শক্তিশালী! বাসায় একটা মশা ঢুকলে দাদু এমন ভাবে তাকায়, মনে হয় মশা নিজেই ক্ষমা চেয়ে চলে যাবে।"

  • বন্ধুর ফেসবুক পোজ
    "ফেসবুকে যখন বন্ধু ছবি আপলোড করে—সে মনে করে যেন ফিল্মের হিরো। ক্যাপশন দেয়: 'মাই লাইফ, মাই রুলস'। অথচ বাস্তবে, জীবনের একমাত্র রুল হলো মায়ের হাতের ঝাড়ু থেকে বাঁচা!"

  • বাংলা মা-এর ভয়
    "আমার মা একটাই ভয় পায়—তোমার বাবা জেনে যাবে! অথচ বাবাকে ভয় দেখানোর কোনো কিছুই ঘটেনি, কারণ মা নিজেই তো সব আগেভাগেই সামলে নেন!"

  • মোবাইল চার্জারের গল্প
    "মোবাইলের চার্জ যখন ৫% হয়, তখন মনে হয় জীবনের সব চ্যালেঞ্জ একসাথে এসে পড়েছে! তখন তো চার্জারটাই সুপারহিরো মনে হয়!"

  • পরীক্ষার আগে প্রার্থনা
    "পরীক্ষার আগে সবার মনে একটাই প্রার্থনা: 'হে ভগবান, যে টপিকটা পড়িনি, সেটাই যেন কমন আসে।' আর পরীক্ষার হলে গিয়ে বুঝি, ঠিক যা পড়িনি, সেটাই পুরো পরীক্ষার প্রশ্নপত্র!"



  • মশা নিয়ে কিছু মজার পোস্ট তোমার জন্য:

    1. মশা Vs. দাদু
      "দাদু বলে, 'মশা কামড়াইছে? আচ্ছা দাঁড়া, আমি এমন এক চপ্পল মারমু যে, পুরো মশা বংশ মনে রাখব!' মনে হয় দাদু এই মশাগুলোর সাথে তার পুরনো কোনো ঝগড়া আছে!"

    2. রাতের মশার গান
      "রাতে মশার আওয়াজ শুনলে মনে হয়, এই মশাগুলো যেন ডি.জে. বাজিয়ে পার্টি করছে। আমিই শুধু ইনভাইট পাইনি!"

    3. মশার হিরোগিরি
      "মশার মাথায় যে কত সাহস! রক্ত তো নিচ্ছেই, তার উপর আবার কানে কানে এসে বলে—'ভাই, ঘুমাচ্ছ, একটু ব্যস্ত আছি, রক্তটা নিয়ে নিচ্ছি!'"

    4. মশার স্মার্টনেস
      "মশাগুলো এত স্মার্ট যে, শরীরের এমন জায়গায় কামড়ায় যেটা ঠিকমতো চুলকানোও যায় না। বুদ্ধি তো আর কম না!"

    5. মশা ও মায়ের রাগ
      "মশা কামড়ালে মা বলে, 'তোর শরীরেই মশাগুলা আসে কেন?' আমি বলি, 'মা, মশাদের তো আমাকে ভীষণ পছন্দ। আমার ওপর ওদের কেমন যেন ক্রাশ আছে!'"

    মশার এইসব কাণ্ডকারখানা নিয়ে তোমার মজা লাগলো তো? 😄




  • Post a Comment

    0 Comments