girfriend funny post

 girfriend funny post




  • "যখনই ভাবি আমি স্মার্ট, ও এসে বলে—তুই তো আমার ফোনটাও আনলক করতে পারিস না!"

  • "ও বলে আমি নাকি সবকিছু ভুলে যাই, অথচ ও নিজেই ৫ মিনিট আগের কথা মনে রাখে না!"

  • "আমার গার্লফ্রেন্ডের একটা সুপারপাওয়ার আছে—আমার মনের কথা পড়তে পারে, শুধু সেটা যখনই ওর সুবিধার হয়!"

  • "যখনই গার্লফ্রেন্ড কোনো প্রশ্ন করে, আমি মনে মনে প্রার্থনা করি: 'হে ভগবান, আমি ঠিক উত্তরটা বলি প্লিজ!' "

  • "ও বলেছিলো ‘সারপ্রাইজ চাই’, আমি যখন ওর জন্য বিরিয়ানি আনলাম, তখন ও বললো ‘আমাকে তো ডায়েট করতে হবে!’"

  • "গার্লফ্রেন্ড যদি বলে ‘আমি রাগ করিনি’… দোস্ত, বুঝে নাও তোমার খেলা শেষ!"

  • "একটা কথা বলি, আমার গার্লফ্রেন্ড শুধু আমার নয়, গুগলেরও বড় কম্পিটিটর—সবকিছু ও আগে থেকেই জানে!"

  • Post a Comment

    0 Comments